বিশ্রামগঞ্জ(ত্রিপুরা), ৩ জানুয়ারি (হি. স.) : পৃথক স্থানে যান দুর্ঘটনায় দুই জন আহত হয়েছেন। গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুইটি দুর্ঘটনা ঘটেছে। একটি ঘটনায় গাড়ির চালককে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ বিশালগড়ে বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন। এদিন টিআর০৩আই১৭৪৪ নম্বরের ট্রাকের সাথে টিআর০১ডাব্লিই৭৬৫৯ বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তাতে, বাইক চালক শাকিল আহমেদ (২০) রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। স্থানীয় মানুষ তাঁকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু, তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিত্সকরা তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেছেন। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে ট্রাক চালককে গ্রেফতার করেছে।
অন্যদিকে, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ন সড়কে বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বিশ্রামগঞ্জ যাওয়ার পথে বাইক চালক মন্টু দাস(৩৬) দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশও ছুটে গেছে। কিন্তু, গাড়ির চালককে গ্রেফতার করতে সক্ষম হয়নি। কারণ, দুর্ঘটনার পরই গাড়ির চালক পালিয়ে গেছেন।