গোলাঘাটিতে পথসভা ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জানুয়ারী৷৷ নির্বাচন যতই এগিয়ে আসছে প্রচারে আরো নতুন পন্থা অবলম্বন করছে শাসকদল বিজেপি৷ভোটের প্রচারে এখনও এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি৷ জনগণের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করতে একের পর এক সাংগঠনিক পরিকল্পনা অবলম্বন করছেন৷ শাসক দল বিজেপির ঘরে ঘরে বিজেপি অভিযানে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে৷ ইংরেজি নতুন বছরের শুরুতেই প্রচারে ঝড় তুলেছে বিজেপি৷ মন্ডল প্রদেশ ভিত্তিক সবগুলি মোর্চা পৃথকভাবে জনসভা করছে৷ মানুষের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে  এবার শুরু হয়েছে বুথ ভিত্তিক পথসভা এবং উঠোন সভা৷ গোলাঘাটি বিধানসভার ৭ এবং ৩২ নম্বর বুথে বিজেপির বুথ ভিত্তিক কার্যক্রমে কার্যকর্তাদের  ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়৷ প্রতি বুথে বিজেপির জয় সুনিশ্চিত করতে মাঠ পর্যায়ে সংঘবদ্ধভাবে কাজ শুরু করেছে সকল স্তরের কার্যকর্তা৷ সোমবার সন্ধ্যা রাতে  গোলাঘাটি বিধানসভার গোলাঘাটি পঞ্চায়েতের ৩২ নম্বর বুথ ধলীপুকুরে বিজেপির পথসভা অনুষ্ঠিত হয়৷ সেখানে গরীব দুঃস্থদের মধ্যে শীত কম্বল বিতরন করা হয়৷ এছাড়া সভায় বক্তব্য রাখেন বিজেপির প্রদেশ সম্পাদিকা মৌসুমি দাস, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, বুথ সভাপতি সুজিত সিনহা প্রমুখ৷ মহিলা স্বশক্তিকরণে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের  প্রকল্প গুলো নিয়ে আলোচনা করেন মৌসুমী দাস৷ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সন্ত্রাস ইস্যুতে সিপিএমকে তুলোধুনো করেন৷ বলেন পঁচিশ বছর অনেক মায়ের বুক খালি হয়েছে৷ পুত্র হারিয়েছে পিতা, স্ত্রী হারিয়েছে স্বামী৷ এই সিপিএমের মুখে গণতন্ত্রের কথা বেমানান৷ তিনি বলেন বিজেপি রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে৷ বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বলেন উন্নয়ন তরান্বিত করতে আগামী বিধানসভা নির্বাচনে আরো বেশি ভোটে বিজেপিকে জয়ী করুন৷ এছাড়া এদিন সন্ধ্যায় গোলাঘাটি বিধানসভার শ্রীনগর পঞ্চায়েতের ৭ নম্বর বুথে প্রবীণ কার্যকর্তা মানিক দাসের বাড়িতে উঠোন সভা অনুষ্ঠিত হয়৷ সেখানে কিছু সিপিএমের সমর্থক বিজেপিতে যোগ দেন৷ উঠোন সভায় ছিলেন মন্ডল সহসভাপতি কিশোর ঘোষ, শক্তি ইনচার্জ গৌতম দেবনাথ, বুথ সভাপতি তপন সাহা৷ শাসকদলের একেরপর এক সাংগঠনিক কর্মসূচিতে সাধারণ জনসাধারণের উপস্থিতি জানান দিচ্ছে এখনো প্রচারে এগিয়ে আছে বিজেপি৷ বিজেপির রাজ্যে নেতৃত্ব ও একেরপর এক সাংগঠনিক কর্মসূচি নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে মাঠে নেমে পড়েছেন৷