জেতা ম্যাচ হাতছাড়া জুয়েলস-এর সুপার লীগে ডার্বি ম্যাচ আজ

জুয়েলস: ২ (পিটার)

লাল বাহাদুর: ২ (জেসি)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। দুই গোলে এগিয়ে থেকেও জয় পায়নি জুয়েলস। লীগ ম্যাচে জুয়েলস প্রাধান্য বিস্তার করে খেলে লাল বাহাদুরের বিরুদ্ধে তিন-দুই গোলের জয় ছিনিয়ে নিলেও সুপার লিগে আর জয়ের স্বাদ পাওয়া হলো না। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ ফুটবল আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। জেতা ম্যাচ হাতছাড়া করে শেষ পর্যন্ত লাল বাহাদুরের সঙ্গে ম্যাচ ড্র করে পয়েন্ট ভাগ করে নিতে বাধ্য হয়েছে। খেলার চব্বিশ মিনিটের মাথায় প্রথম গোল পিটার মুতেবির, জুয়েলস এসোসিয়েশনের পক্ষে। পিটার এর গোলে জুয়েলস প্রথমার্ধে ১ গোলে লিড নেয়। ৫৬ মিনিটের মাথায় পিটারের দ্বিতীয় গোল জুয়েলসকে ২-০ তে এগিয়ে দেয়। ১২ মিনিট বাদে লাল বাহাদুরের জেসি লালমানজোয়ালা একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। জুয়েলস লিড ধরে রাখার যথেষ্ট চেষ্টা করলেও লাল বাহাদুরের জেসি পুনরায় সুযোগ খোঁজে খেলার শেষ দিকে ৮৭ মিনিটের মাথায় আরও একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত দুই-দুই গোলে ম্যাচটি ড্র-তে নিষ্পত্তি হয়। দু দল এক-এক করে পয়েন্ট ভাগ করে নেয়। খেলা শুরুতে ৭ মিনিটের মাথায় লাল বাহাদুরের সুরজ ফাউল করে হলুদ কার্ড দেখে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, অভিজিৎ দাস, অসীম বৈদ্য ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা:  এগিয়ে চলো সংঘ বনাম ফরওয়ার্ড ক্লাব। বেলা দুইটাই উমাকান্ত মিনি স্টেডিয়াম।