ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। শক্ত চ্যালেঞ্জের সম্মুখীন ত্রিপুরার ব্যাটার্স-রা। হয় দিনভর টিকে থেকে প্রথম ইনিংসে লিড নেওয়ার পুরস্কার স্বরূপ ৩ পয়েন্ট প্রাপ্তিযোগ, অন্যথায় পাঞ্জাবের বোলারদের সামনে আত্মসমর্পণ করে প্রথম ম্যাচে সরাসরি হার দিয়ে সূচনা। ত্রিপুরার ব্যাটসম্যানদের কোর্টে এখন বল। ম্যাচ জেতানো, ৩ পয়েন্ট বাঁচানো, পরাজয় স্বীকার – সবই তাঁদের হাতে। কর্নেল সি.কে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৫ জাতীয় ক্রিকেট আসরে প্রথম ম্যাচে ত্রিপুরা পাঞ্জাবের খেলা অনেকটা সরাসরি জয় পরাজয়ের অপেক্ষায় দাঁড়িয়ে। পাঞ্জাবের প্রথম ইনিংসে সংগৃহীত ১৬২ রানের জবাবে ত্রিপুরা ১৭৫ রানে প্রথম ইনিংস শেষ করে, লিড নেওয়ার প্রাথমিক কাজটি করে নিয়েছে। কিন্তু দ্বিতীয় ইনিংসে পাঞ্জাব দল ৮ উইকেট হারিয়ে ৩৪১ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করার মধ্য দিয়ে তাঁরা কিন্তু ত্রিপুরা দলকে শক্ত চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। তৃতীয় দিনের খেলার শেষ পর্যায়ে ত্রিপুরা দল দশ ওভার ব্যাটিং-এর সুযোগ পেয়েছে। ইতিমধ্যে এক উইকেট হারিয়ে ১৯ রান সংগ্রহ করে নিয়েছে। জয়ের জন্য ত্রিপুরা দলের আরূ ৩১০ রানের প্রয়োজন। হাতে রয়েছে নয় উইকেট। খেলার বাকি পুরো একদিন। উল্লেখ্য, পাঞ্জাবকে চালকের আসনে বসানোর পেছনে দলের অধিনায়ক অভিনব শর্মার অপরাজিত ১০৬ রানের পাশাপাশি সলিল অরোরার ৬৪ রান এবং যশকরনবীর সিং পালের ৫০ রানের ব্যাটিং উল্লেখযোগ্য। দ্বিতীয় ইনিংসে রাজ্য দলের বিক্রম দেবনাথ তিনটি এবং শাহরুখ হোসেন দুটি উইকেট পেয়েছে। সংক্ষিপ্ত স্কোর: পাঞ্জাব প্রথম ইনিংসে ১৬২ রান, দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩৪১ রানে ইনিংস ঘোষণা। ত্রিপুরা প্রথম ইনিংসে ১৭৫ রান। দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ১৯ রান।
2023-01-03