নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷ মহাকরণ অভিযানের ডাক দেয় ১০৩২৩-র সমস্ত সংগঠন গুলি৷ পরিবারের সদস্যদের নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে এই কর্মসূচীতে সামিল হন ১০৩২৩-র বিভিন্ন সংগঠনগুলি৷ মঙ্গলবার রবীন্দ্রভবনের সামনে থেকে শুরু হয় মহাকরণের উদ্দেশ্যে মিছিল৷
মুখ্যমন্ত্রী তাদের আইনজ্ঞদের সঙ্গে প্রথম দফার বৈঠকে মিলিত হন৷ এরপর মুখ্যমন্ত্রী দ্বিতীয় পর্বের বৈঠক করার প্রস্তাব দেন৷ দীর্ঘদিন হয়ে গেল মুখ্যমন্ত্রীর অবস্থান এখনো স্পষ্ট নয়৷ এই অবস্থায় রাজ্যের ১০৩২৩ এর সমস্ত শিক্ষক শিক্ষিকারা গত ২৬ শে ডিসেম্বর একসঙ্গে বসে সিদ্ধান্ত গ্রহণ করেন ৩ জানুয়ারি সকাল ১১ টায় রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হবেন৷ এরপর মহাকরনের উদ্দেশ্যে অভিযান সংঘটিত করবে ১০৩২৩ এর সমস্ত সংগঠনগুলি৷ সমস্ত সংগঠনের সদস্য, নেতৃত্বরা এই মিছিলে অংশ নেন৷ পূর্ব নির্ধারিত সুচী অনুযায়ী এদিন রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয় মহাকরণ অভিযান৷ এর আগে রবীন্দ্রভবনের সামনে প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতৃত্বরা৷ পরিবারের বয়জ্যেষ্ঠ এবং নবীন নাগরিকদের সামনে রেখে এদিন অভিযানের সূচনা করেন তারা৷ মিছিলটি রবীন্দ্রভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহাকরণের উদ্দেশ্যে যাত্রা করে৷ এদিনের মহাকরণ অভিযান থেকে পরিবারের সদস্যরা চাকুরী ফিরিয়ে দেওয়ার আকুল আর্তি জানায় রাজ্য সরকারের উদ্দেশ্যে৷ ইতিমধ্যেই বহু শিক্ষক শিক্ষিকা প্রয়াত হয়েছেন৷ প্রতিটি পরিবার গভীর উৎকন্ঠায় দিন কাটাচ্ছে৷ অভাব অনটন তাদের নিত্য দিনের সঙ্গী৷ এই অবস্থায় চাকুরী ফিরিয়ে দিলে তাদের জীবন আর সচল হত বলে জানান পরিবার গুলির বয়জ্যেষ্ঠরা৷
2023-01-03

