তেলিয়ামুড়া স্টেশনে গাঁজা সহ আটক বহিঃরাজ্যের তিন মহিলা রেলযাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ বহিঃরাজ্যে গাঁজা পাচার অব্যাহত৷ এবার  অভিনব পন্থা অবলম্বন করে রেলপথে গাঁজা পাচার করতে গিয়ে রেল পুলিশের হাতে আটক বহিরাজ্যের ৩ মহিলা পাচারকারী৷ উদ্ধার করা হয়েছে ১৫ কেজি ৭০০ গ্রাম শুকনো গাঁজা৷
তেলিয়ামুড়া জি.আর.পি পুলিশের কাছে খবর আসে রেল পথে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশন থেকে রানী কমলাবতি এক্সপ্রেসে চেপে গাঁজা নিয়ে বিহারের উদ্দেশ্যে পাড়ি দেবে ৩ মহিলা৷ সেই খবরের উপর ভিত্তি করে তেলিয়ামুড়া জি.আর.পি পুলিশ ত্রিশাবাড়ি রেলস্টেশন চত্বরে ওত পেতে বসে থাকে সাদা পোশাকে৷ যথারীতি সেই খবর মতো তিন মহিলা ত্রিশাবাড়িস্থিত রেল স্টেশনে আসা মাত্রই জি.আর.পি পুলিশের সন্দেহ হওয়াই তিন মহিলাকে আটক করে জি.আর.পি থানায় নিয়ে আসে৷ তেলিয়ামুড়া জি.আর.পি পুলিশের কাছে মহিলা পুলিশ না থাকার কারণে তেলিয়ামুড়া থানা থেকে মহিলা পুলিশ নিয়ে গিয়ে ওই তিন মহিলার শরীরে তল্লাশি চালিয়ে শরীরের বিভিন্ন গোপন জায়গা থেকে বাজেয়াপ্ত করে মোট ১৫ কেজি ৭০০ গ্রাম শুকনো গাঁজা৷ সেই সঙ্গে আটক করা হয়  আশা দেবী (৩২)রানী দেবী(৪০) এবং রুনু দেবী(৩৫) নামের ৩ মহিলাকে৷ জানা গেছে, তাদের তিনজনের বাড়িই বিহারে৷ তাছাড়া জি.আর.পি পুলিশ সূত্রের খবর, বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৮০,০০০ টাকা৷ প্রতিনিয়ত নেশা বিরোধী অভিযান জারি থাকার পরেও গাঁজা পাচারের রমরমা যেন থামানো যাচ্ছে না৷ আটককৃতদের বিরুদ্ধে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *