ঝাড়্গ্রাম, ২ জানুয়ারি ( হি. স.) : ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তান্ডব লেগে রয়েছে। রোজ দিন সন্ধ্যা নামলেই দল বেঁধে সবজি ক্ষেতে, ধান জমিতে তান্ডব চালিয়ে দফারফা করছে ফসলের। এদিন সোমবার সকালে জামবনী রেঞ্জের ভালুকা বীটের পলাসি গ্রামে আলু জমিতে তান্ডব চালিয়ে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি ১০ থেকে ১২ টি হাতির দল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পলাসি গ্রামের দীনেশ মাহাতোর আলু জমিতে তান্ডব চালিয়েছে। যার ফলে আলু চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। স্থানীয় মানুষজনের অভিযোগ হাতি দলটি গত চার পাঁচদিন ধরে জামবনী রেঞ্জের ভালুকা বীট এলাকায় তান্ডব চালিয়ে শীতকালীন সবজির ক্ষয়ক্ষতি করছে। বনদফতরকে হাতি গুলি তাড়ানো জন্য বারে বারে জানানো হলেও তারা হাতি তাড়ানোর কোন ব্যাবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন বাসিন্দারা।
উল্লেখ্য, গত শুক্রবার দিন সকালে ভালুকা বীট মুড়াকাটি গ্রামে দীলিপ পালের কুমড়ো, শশা, ঝিঙ্গে বাড়িতে হানা দিয়ে ব্যাপক সবজির ক্ষয়ক্ষতি করেছে হাতি। কৃষকদের অভিযোগ পাকা ধান তোলার সময়ও ব্যাপক পাকা ধান ক্ষয়ক্ষতি করেছে হাতি। এবার সবজি ক্ষেতে হানা দিচ্ছে হাতির দল। এদিকে হাতি যে পরিমান ক্ষয়ক্ষতি করছে সেই পরিমান ক্ষতিপূরণ দিচ্ছে না বনদফতর বলে অভিযোগ। যদিও বনদফতরের বক্তব্য হাতি গুলিকে ড্রাইভ করানো হচ্ছে কিন্তু আবারও ঘুরে ফিরে চলে আসছে হাতি। আর যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি করছে তারা প্রত্যেকেই সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।