চিকিৎসাধীন মন্ত্রী এন সি দেববর্মাকে দেখতে জিবিতে গেলেন উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের রাজস্ব দপ্তরের মন্ত্রী এনসি দেববর্মাকে দেখতে যান উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ৷ শনিবার মন্ত্রী এনসি দেববর্মাকে দেখতে যান উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী এনসি দেববর্মাকে দেখার পর উপমুখ্যমন্ত্রী কথা বলেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে৷ মন্ত্রী এনসি দেববর্মার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন তিনি৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ জানান মন্ত্রী এনসি দেববর্মা একজন রাজনৈতিক নেতার পাশাপাশি সামাজিক নেতা৷ তিনি একজন লেখকও৷ বর্তমানে ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল৷ অসুস্থ মন্ত্রী এনসি দেববর্মার দ্রুত আরোগ্য কামনা করেন৷