বিলুপ্ত অসমের চারটি জেলা, সিদ্ধান্ত রাজ্য ক্যাবিনেটের, জানান হিমন্তবিশ্ব

১ জানুয়ারি অসমবাসীর জন্য নববর্ষের উপহারস্বরূপ ১০০টি সিএনজি বাস সহ কয়েকটি প্রকল্প চালু করবেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.) : অসমের চারটি জেলাকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ক্যাবিনেট। এতে অসমের জেলা-সংখ্যা কমে হয়েছে ৩১। পাশাপাশি আগামীকাল ১ জানুয়ারি অসমবাসীর জন্য নববর্ষের উপহারস্বরূপ ১০০টি সিএনজি বাস সহ কয়েকটি নতুন প্রকল্প চালু করবেন মুখ্যমন্ত্রী। আজ শনিবার নয়াদিল্লির আসাম হাউসে রাজ্য মন্ত্রিসভা বৈঠকের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

সাংবাদিক সম্মেলনে চারটি জেলা বিলুপ্তিকরণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত এবং দলের লাভালাভের কথা ভেবে নেওয়া হয়নি। অসমের ভবিষ্যত তথা জাতীয় জীবনের আগামীদিনের কল্যাণ এবং প্রশাসনিক সুবিধার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে চার জেলা বিলুপ্ত করে আগের জেলাগুলির সঙ্গে সম্পৃক্ত করা হবে সেগুলি যথাক্রমে বিশ্বনাথকে শোণিতপুরের সঙ্গে, বজালিকে বরপেটার সঙ্গে, হোজাই জেলাকে নগাঁওয়ের সঙ্গে এবং তামুলপুর জেলাকে পুনরায় বাকসার সঙ্গে যুক্ত করা হবে।

এছাড়া উত্তর গুয়াহাটির টাউন কমিটিরও অদলবদল করা হবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখান থেকে উত্তর গুয়াহাটি কামরূপ মহানগরের সঙ্গে সংযুক্ত হবে। তবে চার জেলা বিলুপ্তির মতো সিদ্ধান্ত সাময়িক সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্ৰী ড. শর্মা।

মুখ্যমন্ত্রী আরও জানান, ১৪টি জেলার মানচিত্ৰ পরিবৰ্তন হবে। পরিবর্তন হবে ১৪টি জেলার গ্রামও। জেলাশাসকদের প্ৰতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, গতকাল গোটা রাত জেগে বিষয়টির ওপর মন্ত্রিসভার সকল সদস্যদের সঙ্গে চুলচেরা বিচার-বিশ্লেষণ করা হয়েছে।

বিস্তারিত তথ্য দিয়ে হিমন্তবিশ্ব বলেন, সব জেলায় পুলিশ ও বিচারবিভাগ চালু থাকবে এবং এ সময়ের মধ্যে সৃষ্ট অন্য সব জেলা অফিসও চলবে যাতে কোনও আধিকারিক ও কর্মচারী কোনও অসুবিধার সম্মুখীন না হন। তিনি জানান, পূর্বোক্ত জেলাগুলির জেলাশাসকরা যেগুলিকে পুনরায় একত্রিত করা হবে, তাঁরা এসডিও-ইন-চার্জ হিসাবে কাজ করবেন না, নতুন একজন সিনিয়র অতিরিক্ত জেলাশাসক (এডিসি)-কে এসডিও হিসাবে নিয়োগ করা হবে। চার জেলা বিলুপ্তিকরণের বিষয়টি আজই তাৎক্ষণিকভাবে কার্যকর করতে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারিও হয়ে গেছে, জানান তিনি।

মুখ্যমন্ত্রী জানান, আজ ৩১ ডিসেম্বর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ, ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)-এর নির্দেশ অনুযায়ী অসমের বিধানসভা এবং সংসদীয় এলাকা পুনর্গঠন প্রক্রিয়া আগামীকাল ১ জানুয়ারি থেকে শুরু হবে। রাজ্য সরকারকে নির্বাচন ক্ষেত্রের সীমানা পুনর্গঠন প্রক্রিয়া চলাকালীন কোনও নতুন প্রশাসনিক ইউনিট তৈরি না করার নির্দেশের পরিপ্রেক্ষিতেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি জানান, যা কিছু মুলতুবি প্রস্তাব ছিল, বা ১৩-১৪টি পুনর্নির্মাণ, একীকরণ প্রক্রিয়া ছিল, সে সবও আজকের মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অসমবাসীর জন্য নববর্ষের উপহারস্বরূপ আগামীকাল ১ জানুয়ারি (২০২৩) ১০০টি সিএনজি বাস চালু করবেন বলে ঘোষণা করেছেন। তাঁর আরও ঘোষণা, আগামীকাল কয়েকটি প্রকল্পও রাজ্যবাসীকে ইংরেজি নববর্ষের উপহার দেবে তাঁর সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *