নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.): বর্ষশেষে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কটাক্ষ করে মল্লিকার্জুন খাড়গে শনিবার টুইট করে লিখেছেন, প্রত্যেক ভারতীয় জানেন বিজেপি তাঁদের সঙ্গে প্রতারণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে কটাক্ষ করেছেন মল্লিকার্জুন খাড়গে।
কংগ্রেস সভাপতি খাড়গে এদিন টুইট করে লিখেছেন, ২০২২ সালের আজ অন্তিম দিন। আপনি বলেছিলেন ২০২২ সালের মধ্যে…প্রত্যেক কৃষকের আয় দ্বিগুণ হবে। প্রত্যেক ভারতীয়ের একটি বাড়ি থাকবে। প্রতিটি বাড়িতে ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে। এরপরই টুইটে মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, “এসবের কিছুই হয়নি। প্রত্যেক ভারতীয় জানেন বিজেপি তাঁদের সঙ্গে প্রতারণা করেছে।”