আশা কর্মী সংঘর সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷  বিবেকানন্দ বিচার মঞ্চের অধিন অল ত্রিপুরা আশা ফেসিলিটেটর এসোসিয়েশন এবং ত্রিপুরা আশা কর্মী সংঘের যৌথ উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে৷ এই সাংগঠনিক সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব৷ সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন বর্তমান রাজ্য সরকার মহিলাদের জন্য কাজ করে মহিলাদের প্রতি কোন ধরনের দয়া দেখাচ্ছে না৷ কমিউনিস্টরা লাগাতর নারী সমিতির নামে মহিলাদের শোষণ করে গেছে৷ আশা কর্মীরা নিজেদের কথা না ভেবে দিবা রাত্রি অন্যের জন্য কাজ করে যাচ্ছে৷ এইটা একটা বড় ত্যাগ৷ ত্রিপুরা রাজ্যে আগামি ২৫ বছর কি কি কাজ হবে তার রূপরেখা তৈরি করা হয়ে গেছে৷ পূর্বতন সরকারের দায়িত্ব ছিল আগামিদিনের রূপরেখা তৈরি করে যাওয়ার৷ কিন্তু সেই সরকার এই কাজ করেনি৷ এইদিনের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিচার মঞ্চের সম্পাদক তপন কুমার দাস, শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *