ত্রিপুরা : ধর্মনগর ও সাব্রুমে ৫ জানুয়ারি বিজেপির রথ যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, ১২ জানুয়ারি সমাপ্তিতে আসছেন সর্বভারতীয় সভাপতি

আগরতলা, ৩০ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় বিজেপির রথ যাত্রার সূচনা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আগামী ৫ জানুয়ারি ধর্মনগর এবং সাব্রুমে রথ যাত্রার সূচনা করবেন তিনি। ৮ দিনব্যাপী ওই রথ যাত্রা ১২ জানুয়ারি কেন্দ্রীয় সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হবে। বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডা রথ যাত্রার সমাপ্তিতে অংশ গ্রহণ করবেন। বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটি ওই রথ যাত্রার নাম রেখেছে জন বিকাশ যাত্রা।

এ-বিষয়ে এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, আগামী ৫ জানুয়ারি সকাল ১১টায় ধর্মনগরে এবং দুপুর ২টায় সাব্রুমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বিশাল জন সমাগমের মধ্য দিয়ে রথ যাত্রার সূচনা করবেন। উত্তর ও দক্ষিণ জেলা থেকে ওই রথ রওনা দিয়ে আগরতলায় এসে মিলিত হবে। আগরতলায় কেন্দ্রীয় সমাবেশের মধ্য দিয়ে ওই রথ যাত্রার সমাপ্তি হবে।

তিনি বলেন, রথ যাত্রায় কেন্দ্র এবং রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলি মানুষের সামনে তুলে ধরা হবে। ৬০টি বিধানসভা কেন্দ্রে ওই জনসংযোগ কর্মসূচী চালানো হবে। ৮ দিনব্যাপী ওই যাত্রায় ২০০ জনসভা, ১০০ পদযাত্রা এবং ৫০টি পথ সভার আয়োজন করা হয়েছে। ওই রথ যাত্রার মাধ্যমে ত্রিপুরার ১০ লক্ষ মানুষের সাথে সরাসরি সংযোগ স্থাপন করা হবে।

এদিন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ২০২৩ বিধানসভা নির্বাচনে পুণরায় বিজেপি সরকার প্রতিষ্ঠায় ওই রথ যাত্রার আয়োজন করা হয়েছে। ৫ জানুয়ারি থেকে শুরু রথ যাত্রায় ত্রিপুরার আটটি জেলাকে যুক্ত করা হয়েছে। তবে, কাঞ্চনপুর, বক্সনগর, গণ্ডাছড়া এবং অমরপুরে রথ যেতে পারছে না। মূলত ভৌগলিক অবস্থানের কারণে তা সম্ভব হচ্ছে না। কিন্তু, ওই চারটি স্থান থেকে ছোট রথ রওয়ানা দেবে এবং মূল রথের সাথে যুক্ত হবে, জানান তিনি।

তাঁর দাবি, জন বিকাশ যাত্রায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে ১০ জন কেন্দ্রীয় নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বি এল সন্তোষ, দলের উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর সম্বিত পাত্রা, নির্বাচন প্রভারী ড. মহেন্দ্র সিং, রাজ্য প্রভারী ড. মহেশ শর্মা ওই রথ যাত্রায় অংশ নেবেন।তিনি বলেন, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়ালকে ত্রিপুরায় ওই রথ যাত্রায় অংশ নেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি জানান, স্বামী বিবেকানন্দের জন্মদিনে যুব দিবসে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি ওই রথ যাত্রার সমাপ্তি করবেন। ওই দিন ৫০ হাজার মানুষের জমায়েতের লক্ষ্য নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *