সামসী, ৩০ ডিসেম্বর (হি. স.) : টোটো ও গাড়ির সংঘর্ষ। দুর্ঘটনায় আহত হলেন টোটোর চালক সহ ৭ জন যাত্রী। শুক্রবার দুর্ঘটনাটি ঘটে সামসী-আলাল (৮১ নং জাতীয় সড়ক) বাস রুটের ভগবানপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
দুর্ঘটনায় টোটোর চালক জসিমুদ্দিন (১৯) গুরুতর আহত হন। তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি যাত্রী বেবি খাতুন(৩০), শেফালি খাতুন(৪০), সামশুন্নাহার (৬০), মহম্মদ ইসমাইল(২০), সাইফুদ্দিন (৪০) ও রবিউল ইসলাম(৫) সামসী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের সকলের বাড়ি পিন্ডলতলা গ্রামে। গাড়িটির সামনের অংশ কিছুটা ক্ষতি হলেও চালক ও যাত্রীরা অক্ষত রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিন্ডলতলা থেকে যাত্রীবোঝাই টোটোটি সামসী বাজার যাচ্ছিল। সামসীর দিক থেকে একটি গাড়ি গাজোলের দিকে যাচ্ছিল। ভগবানপুর বাসস্ট্যান্ড এলাকায় গাড়িটি একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সজোরে ধাক্কা মারে টোটোটিতে। সঙ্গে সঙ্গে টোটোটি উলটে যায়। টোটোতে থাকা সব যাত্রী হুড়মুড়িয়ে পড়ে যান। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সামসী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গাড়ি ও টোটোটিকে উদ্ধার করা হয়। গাড়ির চালক পলাতক। ঘটনার তদন্ত করছে পুলিশ।