কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.): জাতীয় গঙ্গা পরিষদ (ন্যাশনাল গঙ্গা কাউন্সিল)-এর বৈঠকের পৌরহিত্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুপুরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কলকাতায় আয়োজিত দ্বিতীয় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকের পৌরহিত্য করেছেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিং, কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, হরদীপ সিং পুরী প্রমুখ এই বৈঠকে উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব প্রমুখ। এদিনের বৈঠকে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।