ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।। ক্রিকেট অনুরাগীও জয়ের মধ্যে থেকে সেমিফাইনালে খেলা প্রায় নিশ্চিত করে নিয়েছে। আজ, শুক্রবার হারিয়েছে দশমিঘাট প্লে সেন্টারকে ঠিক ১০০ রানের ব্যবধানে। খেলা ছিল ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের। টস জিতে দশমিঘাট প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের সুযোগ পায়ে পেয়ে ক্রিকেট অনুরাগী নির্ধারিত ৪০ ওভারে তিন উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে বেদব্রত বণিকের ৫৯ রান এবং সৃজন দেবের ৫১ রান উল্লেখযোগ্য। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে দশমীঘাট প্লে সেন্টার ৩৯ ওভার ১ বল খেলে ১১৭ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ক্রিকেট অনুরাগীর সম্রাট চৌধুরী, বিনীত দাস ও সপ্তদ্বীপ ঘোষ দুটি করে উইকেট তুলে নিয়ে দশমীঘাটকে আটকে দেয়। দশমিঘাটের কৃষ ভৌমিক সর্বাধিক ৫৬ রান পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা করতে পারেনি। সপ্তদ্বীপ ঘোষ পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।
2022-12-30