কুশমণ্ডি, ২৯ ডিসেম্বর (হি.স.) : আবাস যোজনায় বাদ পড়া মানুষদের নিয়ে এবার ডেপুটেশনের পথে পা বাড়াল সিপিএম। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে কুশমণ্ডি ব্লকের দেউল পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেয় সিপিএমের জেলা ও ব্লকের নেতৃত্ব।
সারা ভারত কৃষক সভার কুশমণ্ডি এরিয়া কমিটির সম্পাদক আব্দুল কাফি বলেন, ‘যাদের ভাঙাচোরা মাটির বাড়ি আছে তাদের নাম নেই আবাস যোজনার তালিকায়। অথচ যাদের পাকা বাড়ি আছে তাদের নাম উঠে এসেছে আবাস যোজনার লিস্টে। এর প্রতিবাদে আজ পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।’
সিপিএমের জেলা কমিটির সদস্য মৃণাল দত্ত বলেন, ‘১০০ দিনের কাজের টাকা গত চার মাস ধরে পায়নি সাধারণ মানুষ। এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান একটিও কথা বলছেন না, অথচ আবার আবাস যোজনার তালিকায় বড়লোকদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে।’
দেউল পঞ্চায়েত প্রধান বিনয় সরকার বলেন, ‘নাম বাদ পড়া বা যুক্ত করা এর সঙ্গে পঞ্চায়েতের কোনও সম্পর্ক নেই। তবে উপযুক্তরা যাতে আবাস যোজনার ঘর পান সেটা অবশ্যই পঞ্চায়েত দেখবে।‘

