নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ খোদ রাজধানীর আগরতলা শহরে চাকুরিচ্যুত শিক্ষকদের গণ অবস্থান মঞ্চের পাশ থেকে এক চাকরিচ্যুত শিক্ষকের বাইক চুরি হয়ে গেছে৷ ওই শিক্ষকের নাম কিশোর দেববর্মা৷ বাইকের নম্বর টিআর ০১ এক্স ৯১৯৯ হিরো গ্ল্যামার৷ এ বিষয়ে পশ্চিম থানা একটি এফআইআর করা হয়েছে৷ কিশোর দেববর্মা জানান সাতটা নাগাদ তিনি গণ অবস্থান মঞ্চে এসেছিলেন৷ মঞ্চর পাশেই বাইকটি রেখেছিলেন৷ প্রায় দুঘণ্টা পর মঞ্চ থেকে বের হয়ে বাইক দিয়ে বাড়িতে যাওয়ার জন্য অগ্রসর হতেই লক্ষ করেন বাইকটি সেখানে নেই৷ সঙ্গে সঙ্গে সকলে মিলে বিস্তীর্ণ এলাকা জুড়ে তল্লাসী চালান৷ কিন্তু কোথাও বাইকটি খুঁজে পাওয়া যায়নি৷ শেষ পর্যন্ত আগরতলা পশ্চিম থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷
2022-12-29

