শিলচর-হাফলং সড়কের বেহাল দশা, বিজেপি সরকারের কঠোর সমালোচনা কংগ্রেস নেতা অসমের প্রাক্তন মন্ত্রী অজিত সিঙের

হাফলং (অসম), ২৮ ডিসেম্বর (হি.স.) : শিলচর-সৌরাষ্ট্র মহাসড়কের শিলচর-হাফলং অংশের সড়কের বেহাল দশা দেখে বর্তমান বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেছেন কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং। ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৩৮-তম প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে হাফলং এসে শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের বেহাল অবস্থা দেখে বলেন, কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, বিজেপি ক্ষমতায় এলে তিন বছরের মধ্যে এই মহাসড়কের কাজ সম্পূর্ণ করা হবে। কিন্তু গত আট বছরে বিজেপি সরকার এই সড়ক নির্মাণের কাজ সম্পূর্ণ করতে পারেনি কেন, প্রশ্ন তুলেছেন তিনি।

কংগ্রেস নেতা অজিত সিং বলেন, কংগ্রেস আমলে এই সড়ক নির্মাণের কাজ সম্পূর্ণ না হওয়ায় জনগণ কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করেছিল। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এসে তাদের কথা রাখতে পারেনি বলে কটাক্ষ করে বলেন, এই বিজেপি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল হয়ে পড়েছেন দেশের জনগণ। এই সরকারের আমলে জাতি-জনজাতির মধ্যে লড়াই করানোর চেষ্টা চলছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই অভিযোগ এনে অজিত সিং বলেন, হিংসা ও বিদ্বেষের পরিবেশ শেষ করতে এবং সাধারণ মানুষের মধ্যে সু-সম্পর্ক তৈরি করতে কংগ্রেস ভারত জোড়ো যাত্রা আরম্ভ করেছে।

অজিত সিং বলেন, ভারতীয় রেল থেকে শুরু করে বিভিন্ন ঔদ্যোগিক প্রতিষ্ঠান প্রাইভেটাইজেশন করে দেওয়ার জেরে আদানি আম্বানির মতো শিল্পপতিদের মুনাফা হয়েছে। কেরোসিনের দাম পেট্রোল ডিজেল থেকে ও বেশি হয়েছে বলে মন্তব্য করে বর্তমান বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং।

এদিকে ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার ও অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মল লাংথাসা বলেন, বিজেপি সরকার সংবিধান শেষ করে দিতে চাইছে। এই সরকার হিটলারি রাজত্ব চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন।

বুধবার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে হাফলং রাজীব ভবনে ভারতের স্বাধীনতা আন্দোলনে যে সকল কংগ্রেস নেতা শহিদ হয়েছিলেন বা দলের হয়ে কাজ করতে গিয়ে নিজের প্রাণ বলিদান দিয়েছেন তাঁদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কংগ্রেস নেতা অজিত সিং, ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার, অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নির্মল লাংথাসা সহ জেলা কংগ্রেসের নেতা কর্মীরা। এদিন ডিমা হাসাও জেলা কংগ্রেসের প্রবীণ নেতাদের সংবর্ধনা জানানো হয়েছে।