পাটনা, ২৮ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার কলকাতায় বসতে চলেছে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক। কিন্তু, ওই বৈঠকে যোগ দিচ্ছেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নীতীশের পরিবর্তে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। বুধবার সকালে নীতীশ কুমার নিজেই একথা জানিয়েছেন।
৩০ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগদান প্রসঙ্গে নীতীশ কুমারকে এদিন সকালে প্রশ্ন করেন সাংবাদিকরা। তখন বিহারের মুখ্যমন্ত্রী বলেন, শেষবার এই বৈঠক যখন উত্তর প্রদেশে হয়েছিল, সুশীল মোদী অংশ নিয়েছিলেন। যেহেতু তিনিই সংশ্লিষ্ট দফতরটি দেখছিলেন। এখন তেজস্বী দেখছেন ওই দফতর। তাই তাঁকে যাওয়ার জন্য অনুরোধ করছি। প্রসঙ্গত, বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা-সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে আগামী শুক্রবার কলকাতায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।