হরিশ্চন্দ্রপুর, ২৮ ডিসেম্বর (হি. স.) : উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ঘিরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল। সঙ্গে চলে তুমুল ‘গো ব্যাক’ স্লোগান। এতে দীর্ঘক্ষণ আটকে যায় সাংসদের কনভয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও তারপরেও সাংসদের কনভয় আটকে রেখে দেন তৃণমূল কর্মী সমর্থকেরা।
এদিকে ঘটনাস্থলে বিজেপি কর্মী সমর্থকরা পৌঁছাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাল্টা জয় শ্রীরাম স্লোগান তুলতে থাকেন বিজেপি কর্মীরা। বিজেপি সমর্থকদের দিকে লাঠিসোঁঠা নিয়ে তেড়ে যান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় সংঘর্ষ। কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

