স্টোভের আগুনে ভস্মীভূত বাড়ি, উত্তর প্রদেশের মউ-এ ৩টি শিশু মৃত্যু ৫ জনের

মউ, ২৮ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মউ জেলায় স্টোভের আগুন ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। সেই আগুন মৃত্যু হয়েছে একই পরিবারের ৫ সদস্যের। মৃতদের মধ্যে ৩টি শিশু রয়েছে। মঙ্গলবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মউ জেলার কোপাগঞ্জ থানার অন্তর্গত শাহপুর গ্রামে। মউ জেলার জেলাশাসক অরুণ কুমার জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্টোভের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মৃত পিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, মঙ্গলবার রাতে মউ জেলার কোপাগঞ্জ থানার অন্তর্গত শাহপুর গ্রামে একটি বাড়িতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকল। পৌঁছে যায় পুলিশও। কিন্তু, ৫ জনকে প্রাণে বাঁচানো যায়নি। আগুনের লেলিহান শিখায় বাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং বাড়িতে ভিতরে থাকা ৫ জন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।