শিক্ষক নিয়োগে ভুয়ো শংসাপত্র, হাই কোর্টে অভিযোগ স্বীকার

কলকাতা, ২৮ ডিসেম্বর (হি. স.) : স্কুলের নিয়োগ প্রক্রিয়ায় ‘ভুয়ো’ জাতিগত শংসাপত্র ব্যবহার করার অভিযোগ আগেই উঠেছিল। এ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলাও হয়। এবার জাতিগত শংসাপত্র সঠিক নয় বলে কলকাতা হাই কোর্টে স্বীকার করে নিলেন কয়েক জন মহকুমাশাসক।

‘ভুয়ো’ শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়েছেন, এমন ৫৫ জনের তালিকা বাছাই করে আদালতের সামনে তুলে ধরেন মামলাকারীরা। ওই ৫৫ জনের মধ্যে ৩৩ জনের রিপোর্ট জমা পড়েছে আদালতে। মণ্ডল পদবি তফসিলি জনজাতিভুক্ত নয় বলে স্বীকার করে নেন ডায়মন্ড হারবারের মহকুমাশাসক। তিনি আদালতে জানান, জাতি শংসাপত্রটি ভুল করে দেওয়া হয়েছে। সেটি বাতিলের প্রক্রিয়া চলছে।

মাহাতো পদবির এক জন চাকরিপ্রার্থীকে ভুল করে তফশিলি জনজাতি শংসাপত্র দেওয়া হয়েছিল মেনে নেন মুর্শিদাবাদের লালবাগের মহকুমাশাসক। তিনি ৬টি শংসাপত্র বাতিলের প্রক্রিয়া শুরু করেছেন বলে জানিয়েছেন। মহকুমাশাসকদের দাবি, অনেকেই ভুল তথ্য দিয়ে শংসাপত্র নিয়েছেন। শীঘ্রই ওই সব শংসাপত্র বাতিল করা হবে বলে আশ্বাস দিয়েছেন তাঁরা। ওই মহকুমাশাসকরা আদালতে জানিয়েছেন, বিষয়টি নজরে আসার পরেই বাতিলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় ভুয়ো শংসাপত্র দেওয়া নিয়ে একাধিক অভিযোগ ওঠে। মামলাকারী অভিযোগ করেন, মুসলিম সম্প্রদায়ের এক প্রার্থীকে বেদিয়া উপজাতি দেখিয়ে তফসিলি জনজাতির শংসাপত্র দেওয়া হয়েছে। এ নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন তুললে বীরভূম সদরের জেলাশাসক জানান, ওই প্রার্থী বেদিয়া উপজাতির। কিন্তু মুসলমানরা যে তফসিলি জনজাতিভুক্ত হন না সে কথা স্মরণ করিয়ে দিয়ে বিচারপতি বসুর মন্তব্য, “বাংলায় বেদিয়া উপজাতির মানুষরা মুসলিমও হতে পারেন, এর ব্যাখ্যা প্রয়োজন।”