১৩৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল কংগ্রেস, খাড়গে বললেন ভারতের মৌলিক নীতি হামলার শিকার

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): কংগ্রেস বুধবার ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল। এদিন সকালে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে জড়ো হন সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সলমন খুরশিদ, কে সি বেণুগোপাল-সহ শীর্ষ কংগ্রেস নেতৃত্ব। দলের সদর দফতরে ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

দলীয় পতাকা উত্তোলনের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ভারতের মৌলিক নীতিগুলি প্রতিনিয়ত আক্রমণের শিকার হচ্ছে। সমগ্র দেশে ঘৃণা ছড়ানো হচ্ছে। মূল্যস্ফীতি, বেকারত্বের কারণে মানুষ কষ্টে থাকলেও সরকারের কোনও খেয়াল নেই।
মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, আমাদের যুব সমাজ, মহিলা, বুদ্ধিজীবীদের অন্তর্ভুক্ত করতে হবে কংগ্রেসে এবং ইতিমধ্যেই রাহুল গান্ধীর ভারত জোড়া যাত্রার মাধ্যমে তা শুরু হয়েছে। এটাই আমাদের প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করেছে। আমরা জনগণকে এই যাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানাই। খাড়গে আরও বলেছেন, বর্তমানে ভারত এগিয়েছে, কারণ দলিত, দরিদ্রদের শৃঙ্খল ভাঙার সাহস দেখিয়েছে কংগ্রেস… গণতন্ত্রকে শক্তিশালী রাখতে পন্ডিত জওহরলাল নেহেরু তাঁর মন্ত্রিসভায় ৫ জন অ-কংগ্রেস মন্ত্রী নিযুক্ত করেছিলেন। এটাই সবাইকে সঙ্গে নিয়ে চলার নীতি প্রদর্শন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *