মুম্বই, ২৮ ডিসেম্বর (হি.স.): আজ বুধবার জেল থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ-র। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-র নথিভুক্ত একটি দুর্নীতির মামলায় তাকে জামিন দেওয়ার আদেশে বিষয়ে মঙ্গলবার বম্বে হাইকোর্ট স্থগিতাদেশ বাড়াতে অস্বীকার করায় বুধবার জেল থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিচারপতি এম এস কার্নিক ১২ ডিসেম্বর ৭৩ বছর বয়সী এনসিপি নেতাকে জামিন দিয়েছিলেন। কিন্তু সিবিআই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার জন্য সময় চেয়েছিল বলে ১০ দিনের জন্য আদেশ স্থগিত রাখা হয়েছিল।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট শীতকালীন অবকাশের জন্য বন্ধ থাকায় আপিলটি আগামী বছরের জানুয়ারিতে শুনানি হবে। গত সপ্তাহে, হাইকোর্ট সিবিআইয়ের অনুরোধে ২৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ বাড়িয়েছিল। মঙ্গলবার কেন্দ্রীয় সংস্থা আরও একটি সময় বাড়ানোর আবেদন করেছে। দেশমুখের আইনজীবী অনিকেত নিকম এবং ইন্দরপাল সিং দাবি করেন, সিবিআই হাইকোর্টের আগের আদেশটিকে “অতিরিক্ত” করার চেষ্টা করছে। আদালত জানিয়েছে, যে কোনও পরিস্থিতিতেই আর একটি এক্সটেনশন দেওয়া হবে না।