ম্যানিলা, ২৮ ডিসেম্বর (হি. স.) :ফিলিপিন্সে বন্যা ও ভূমিধসে মৃত্যু হয়েছে ২৫ জনের। নিখোঁজ রয়েছেন ২৬ জন। বন্যায় অন্তত চার লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, রবিবার ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে জিঙ্গুগ শহরে ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা ও ভূমিধস নেমেছে। এতে এখনও পর্যন্ত প্রায় ২৫ জনের মৃত্যু হয়েছে। ২৬ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ। বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ৪৬ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় বাড়িঘর এবং পশুপাখি ভেসে গিয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে ত্রাণশিবির খোলা হয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের মতে, দক্ষিণ ফিলিপিন্সি ১৮ জন, মূল লুজন দ্বীপের বিকোল অঞ্চলে পাঁচজন এবং মধ্য ফিলিপাইনে দুজন মারা গেছেন। বৃষ্টি ও বন্যায় ঘরবাড়ি, জমি, রাস্তাঘাট, সেতুর ক্ষতি হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন অন্তত চার লাখ মানুষ।

