তরুণ, এগিয়ে চলো’র ১ম সাফল্য জয় অব্যাহত ক্রিকেট অনুরাগীর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে তরুণ ও এগিয়ে চলো সংঘ। অপরদিকে ক্রিকেট অনুরাগী জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত সদর অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেটে আজ বুধবারও তিন মাঠে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পঞ্চায়েত মাঠে তরুণ সংঘ প্রথম জয়ের স্বাদ পেয়েছে কর্নেল চৌমুহনি কোচিং সেন্টারকে ৭ উইকেটে হারিয়ে। টস জিতে তরুণ সংঘ প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। কর্নেল চৌমুহনী কোচিং সেন্টার ২৫ ওভার ২ বল খেলে ৪৭ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। তরুণ সংঘের সৈকত ঘোষ সাত রানে পাঁচটি উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে তরুণ সংঘ নয় ওভার ৫ বল খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। সায়ন্তন রায় অপরাজিত থেকে ২৭ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। দুর্দান্ত বোলিং এর স্বীকৃতি স্বরূপ সৈকত ঘোষ পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচ খেতাব। নীপকো মাঠে অনুষ্ঠিত লীগের অপর খেলায় এগিয়ে চলো সংঘ ৯ উইকেটের ব্যবধানে বিশাল জয় পেয়েছে, জুটমিল প্লে সেন্টারকে হারিয়ে। টস জিতে জুটমিল প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ১৭ ওভার তিন বল খেলে মাত্র আঠাশ রানে ইনিংস শেষ করে। জবাবে এগিয়ে চলো সংঘ ১৩ ওভার ২ বল খেলে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। এগিয়ে চলো’র রাজদীপ সিং ছয় রানে চার উইকেট দখল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত ওপর ম্যাচে ক্রিকেট অনুরাগী ২৫ রানের ব্যবধানে মডার্ন প্লে সেন্টারকে পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রেখেছে ক্রিকেট অনুরাগী প্রথম জয় পেয়েছিল তরুণ সংঘ কে হারিয়ে বুধবারের খেলায় মডার্ন প্লে সেন্টার টস জিতলেও প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে স্বর্ণাভ সাহার সর্বাধিক ৪৫ রান উল্লেখযোগ্য। জবাবে ব্যাট করতে নেমে মর্ডান প্লে সেন্টার ৩৩ ওভারে ১২৩ রানে ইনিংস গুটিয়ে নেয়। ক্রিকেট অনুরাগীর বিনিত দাস কুড়ি রানে চারটি উইকেট দখল করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়।