নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ ডিসেম্বর৷৷ গ্রামীণ ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটে তীব্র উত্তেজনা৷আহত উভয় পক্ষের নয়৷ তারমধ্যে চার জনের অবস্থা গুরুতর৷ মামলা পাল্টা মামলা ঘটনা ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানাধীন ভারত বাংলা সীমান্তের বাঙ্গালজুম চার নং ওয়ার্ডে৷ ঘটনার বিবরণে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার বাঙ্গালজুম এলাকায় গ্রামীণ ফুটবল খেলা চলছিল৷তখন ফুটবল পাসিং নিয়ে দুই পক্ষের মাঝে বাকবিতণ্ডা বাঁধে৷ পরবর্তীতে তা পারিবারিক ভাবে মারপিটে রুপ নিলে এক পক্ষের সাত জন আহত হয়৷আহতরা যথাক্রমে রাজিব তাঁতি (৩৬),সুরজ তাঁতি (২০),নরেশ তাঁতি (৪০),দুলু তাঁতি (২৮),সুজিত তাঁতি (১৫),অমৃকা তাঁতি (৪০) ও কুমারী তাঁতি (৩০)৷সাথে অপর পক্ষের দুই জন অল্পবিস্তর আঘাত প্রাপ্ত হয়৷ যদিও তাদের নাম জানা যায় নি৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানা ও প্রেমতলা দমকল কর্মীরা৷ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনের অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷বাকিরা কদমতলা হাসপাতালেই চিকিৎসাধীন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ পাশাপাশি সানীয় থানায় উভয় পক্ষের তরফে মামলা পাল্টা মামলা রুজু হয়েছে৷গোটা ঘটনা নিয়ে পুলিশ তদন্তে নেমেছে৷