লখনউ, ২৭ ডিসেম্বর (হি.স.): জমজমাট শীতে রীতিমতো কাবু গোটা উত্তর প্রদেশ। কোথাও তাপমাত্রার পারদ নেমেছে ৫ ডিগ্রিতে, কোথাও আবার ৬ ডিগ্রি। কনকনে শীতের মধ্যে ঠাণ্ডা থেকে রেহাই পেতে আগুনের আঁচে উষ্ণতা খুঁজছেন উত্তর প্রদেশের মানুষজন। গত কয়েকদিনের মতো মঙ্গলবার সকালেও উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় আগুনের আঁচে উষ্ণ হতে দেখা গিয়েছে মানুষজনকে।
এদিন সকালে উত্তর প্রদেশের বরেলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস, একইসঙ্গে ছিল ঘন কুয়াশার দাপটও। উত্তর প্রদেশের মোরাদাবাদে সর্বনিম্ন তাপমাত্রা কমে ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ঘন কুয়াশা ও প্রবল শীতের জন্য এদিনও দেরিতে সকাল হয়েছে উত্তর প্রদেশে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লি এবং পশ্চিম রাজস্থানের কিছু অংশে ঘন থেকে ঘন কুয়াশা বজায় থাকবে।

