BRAKING NEWS

ব্যাঙ্গালোরে ত্রিপুরার নার্সিং পড়ুয়াদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ ডিসেম্বর৷৷ একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েও বহিঃ রাজ্যের গিয়ে নিজ রাজ্যের ছেলেমেয়েদের খোঁজ খবর নিতে ভুলেন না৷যে রাজ্যে যান একজন অভিভাবকের মতো ছাত্র-ছাত্রীদের কাছে ছুটে গিয়ে তাদের খোঁজ খবর নেন, তাদের সুবিধা অসুবিধা গুলো শুনেন৷ রাজ্যের প্রচুর সংখ্যক ছেলেমেয়ে ব্যাঙ্গালোরের বিভিন্ন  নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করে৷ পড়াশোনা শেষে কয়েক হাজার ছেলেমেয়ে নানান হাসপাতালে কর্মরতও রয়েছেন৷ ব্যাঙ্গালোরে নার্সিং পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ মঙ্গলবার ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হলঘরে ছাত্র ছাত্রীদের সঙ্গে মিলিত হন তিনি৷ প্রত্যেক ছাত্র ছাত্রীর সঙ্গে কথা বলেন তিনি৷ তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন৷ আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন আপনাদের মতো ছাত্র যুব সমাজকে নিয়ে নতুন ভারতের স্বপ্ণ দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিগত আট বছর ধরে নিরলস ভাবে কাজ করে ভারতবর্ষকে বৈভবশালী করার দিশায় এগিয়ে নিয়ে চলছেন প্রধানমন্ত্রী৷ আমরা যে যে-ই পেশায় যুক্ত থাকি না কেন সর্বপ্রথমে আমাদের রাষ্ট্রের প্রতি সমর্পিত থাকতে হবে৷ এক উন্নত শক্তিশালী ভারত গড়ার কাজ চলছে৷ এই কাজে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন৷ এই মাটি তথা জননী জন্মভূমির প্রতি দায়বদ্ধ থাকতে পারলেই আপনি একজন ভালো সেবিকা হতে পারবেন৷ আপনারা মানুষের সেবা করার জন্য এসেছেন৷কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা নিজের রাজ্যের মানুষ কে পাশে পেয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে যথেষ্ঠ আত্মতৃপ্তি ছিল৷প্রতিমা ভৌমিকের এমন কর্তব্য পরায়ণতা দেখে অভিভাবক মহল ও যথেষ্ঠ খুশি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *