শিলচর (অসম), ২৭ ডিসেম্বর (হি.স.) : প্রতি বছরের ন্যায় এবারও নানা ধর্মীয় কার্যসূচিকে সামনে রেখে ১০৮ প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর ১০৮–তম শুভ আবির্ভাব তিথি স্মরণ উৎসব পালিত হয় শিলচরের রংপুর মজুমদার লেনে। শুভ অধিবাসের মাধ্যমে উৎসবের সূচনা হলে সারাদিন ব্যাপী নানা ধর্মীয় কার্যসূচির মাধ্যমে এবং হাজার হাজার ভক্ত সমাগমে উৎসব পালিত হয়। সকালে বাল্যভোগ, নাম কীর্তন, অঞ্জলি প্রদান, দীক্ষা গ্রহণ, দুপুরে ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি, উপসনা, ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে। এদিন নবাগত ভক্তদের দীক্ষা দেন প্রাণকৃষ্ণ দাস বাবাজি।
বারইগ্রাম শ্রীশ্রী গোপাল জিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রংপুর রাধারমণ উপাসনা মণ্ডলি এবং সরল উৎসব উদযাপন কমিটির কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হয়। সকলের হাতে ভারতীয় সন্ত–মহাপুরুষদের ছবি তুলে দেওয়া হযেছে।