নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ ডিসেম্বর৷৷ রহস্যজনক ভাবে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার পঁচা গলা মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ঘটনা ত্রিপুরার উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন ত্রিপুরা অসম সীমান্তের লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের খেরেংজুড়ি এলাকায়৷ জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা নাগাদ খেরেংজুড়ি এলাকার সুভাষ ধর নামের এক ব্যক্তি গরু চরাতে এসে সানীয় প্রমেশ নাথের জালাইতে (ছোট জলাশয়ে) পঁচা গলা মৃতদেহ দেখে খবর দেন চুরাইবাড়ি থানায়৷খবর পেয়ে সানীয় থানার পুলিশ ঘটনাস্থলে আসলেও রাত সাতটা পর্যন্ত পুলিশ তদন্তের নামে নাটক মঞ্চস্থ করে৷ থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা ও সাব ইন্সপেক্টর পিযুষ সাহাকে এবিষয়ে জিজ্ঞেস করা হলে তারা কোন প্রতিক্রিয়া না দিয়ে বলেন,রাতভর মৃতদেহ কর্টন করে রাখা হবে৷ বুধবার ফরেন্সিক টিম,ডগ স্কোয়াড এনে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরন করা হবে৷ মৃতদেহে পঁচা গলার অনুমান করে মৃতদেহটি দশ বারো দিন পূর্বের বলে পুলিশের ধারনা৷ তাছাড়া মৃতদেহের পরিচয় না পাওয়া গেলেও শরীরের কাপড় দেখে মৃতদেহটি কোন মহিলার মৃতদেহ বলে চিহ্ণিত হয়৷এদিকে সানীয় লক্ষী নাথ নামের এক মহিলা জানান, মৃতদেহ উদ্ধারের সানটিতে সচরাচর মানুষ জন আসা যাওয়া করে না৷ অপরদিকে সানীয় জনগণের প্রাথমিক ধারনা, কোন ব্যক্তি পরিকল্পিত ভাবে হত্যাকাণ্ড সংঘটিত করে ঐ সানে মৃতদেহ ফেলে রেখেছে৷তবে মৃতদেহটি কার,কোথা থেকে আসলো, মৃত্যুর আসল রহস্য কি তা উন্মোচন করতে পুলিশ কতটুকু সক্ষম হয় সেটাই এখন দেখার বিষয়৷