উজান অসমের মরানে প্রবল শিলাবৃষ্টি, তীব্র শৈত্যপ্রবাহে জবুথবু জনজীবন

ডিব্রুগড় (অসম), ২৭ ডিসেম্বর (হি.স.) : উজান অসমের ডিব্রুগড় জেলার মরান এবং পার্শ্ববর্তী অঞ্চলে আজ মঙ্গলবার ভোর এবং সোমবার সন্ধ্যা ৬:০০টায় পর্যন্ত প্রবল শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির পর তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়ে জবুথবু সংশ্লিষ্ট অঞ্চলের নাগরিককুল।

শীতকালীন মরশুমে অসমে এই প্রথম শিলাবৃষ্টি হয়েছে। মরানে প্রবল শিলাবৃষ্টির পর বেশিরভাগ অংশের সুবজ বিস্তৃতি বরফের চাদরে ঢেকে যায়। জাতীয় সড়কে বরফ জমে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়। এছাড়া বহু একর চাষের জমির পাশাপাশি রাস্তাও সাদা কার্পেটে পরিণত হয়েছে। রাস্তায় বরফের পুরু স্তর যানবাহনের গতি ধীর করে দিয়েছে। তবে অসংখ্য মানুষ সাদা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে রাস্তায় ভিড় করেন।

শিলাবৃষ্টির ফলে নাগরিকরা সুরক্ষিত থাকলেও গোটা অঞ্চলের মানুষ মনোময় সাদা বন্যাময় ছবি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দিতে শুরু করে আনন্দ উপভোগ করেন৷

এদিকে রাজ্যের আবহাওয়া দফতর উত্তরপূর্বীয় রাজ্যগুলিতে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *