শান্তিরবাজারে ক্রিকেট সুপার লিগ আজ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর।। আগামীকাল থেকে শুরু সুপার লিগ। তাতে কসমোপলিটন ক্লাব খেলবে জোলাইবাড়ি স্কুলের বিরুদ্ধে। চরকবাই স্কুল মাঠে হবে ম্যাচটি। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ছোটদের ক্রিকেটে। গ্রুপ লিগ থেকে ৪ টি দল সুপারে ফোরে উঠেছে:‌ সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুল, উত্তর তাউখোমা স্কুল (‘‌‌এ’‌ গ্রুপ)‌, কসমোপলিটন ক্লাব এবং জোলাইবাড়ি স্কুল (‘‌‌বি’‌ গ্রুপ)। সুপার ফোরের সবকটি ম্যাচে হবে চরকবাই স্কুল মাঠে। সুপারের শীর্ষে থাকা দল খেতাব জয় করবে। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব সুধাঅং মগ সুপার লিগের ক্রীড়াসূচী ঘোষনা করেন।
ঘোষিত সূচি: ২৮ ডিসেম্বর:‌ কসমোপলিটন-‌ জোলাইবাড়ি
২৯ ডিসেম্বর:‌ সানফ্লাওয়ার-‌ উত্তর তাউখোমা
৩০ ডিসেম্বর:‌সানফ্লাওয়ার- জোলাইবাড়ি
৩১ ডিসেম্বর:‌ কসমোপলিটন-‌ উত্তর তাউখোমা
১ জানুয়ারি:‌ উত্তর তাউখোমা-‌ জোলাইবাড়ি
২ জানুয়ারি:‌ সানফ্লাওয়ার- কসমোপলিটন