বারাণসী, ২৬ ডিসেম্বর (হি.স.): ভেলুপুর থানা এলাকার নারদঘাটে একটি গেস্ট হাউসে থাকা ইউক্রেনের এক নাগরিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। সোমবার সকালে গেস্ট হাউসের কর্মীরা ঘটনাটি জানতে পারলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্তে ওই ঘর থেকে মাদক ও সিরিঞ্জ উদ্ধার করেছে পুলিশ।
গত মাসের ২৯ নভেম্বর থেকে নারদঘাটের মুন্না গেস্ট হাউসে ছিলেন ইউক্রেনের নাগরিক কোস্তিয়ানতিন বিলিয়েভ (৫০)। ইউক্রেনীয় নাগরিক বারাণসীতে থাকার সময় পঞ্চ জুনা আখড়ায় যেতেন। রবিবার রাতে গেস্ট হাউসে রাতের খাবার খাওয়ার পর ইউক্রেনের ওই নাগরিক নিজের ঘরে ঘুমাতে যান। আজ সকাল পর্যন্ত তার রুমের দরজা না খুললে হোটেলের কর্মীরা দরজায় ধাক্কা দেয়। কোনও সাড়া না পেয়ে গেস্ট হাউসের পক্ষ থেকে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক দলকে ডেকে দরজা ভেঙে দেয়। ওই ঘর থেকে ইউক্রেনীয় নাগরিকের দেহ উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনার বিষয়ে ইউক্রেন দূতাবাসকে জানানোর পর ব্যবস্থা নেওয়া শুরু করেছে পুলিশ।