ত্রিপুরা : ফের চাকুরীর দাবিতে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ফার্মাসিস্টদের ডেপুটেশন

আগরতলা, ২৬ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরা মন্ত্রিসভায় সিদ্ধান্ত অনুযায়ী ফার্মাসিস্টদের শূন্যপদ পূরণ করা হয়নি। এমনটাই অভিযোগ এনে সোমবার আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট চাকুরী প্রত্যাশী যুবক যুবতীরা ডেপুটেশনে মিলিত হয়েছেন। অতিসত্বর নিয়োগের দাবি নিয়ে ফের স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেন তাঁরা। 

প্রসঙ্গত, গত ২০২১ সালের ৮ ডিসেম্বর ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য দপ্তরে  ফার্মাসিস্ট নিয়োগ করার  সিদ্ধান্ত হয়েছিল। তাতে ২৫ জন আয়ুর্বেদিক এবং ২২ জন হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি  করা হয়েছিল। তখন থেকে নিয়োগের অপেক্ষায় রয়েছেন আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চাকুরী প্রত্যাশী যুবক যুবতীরা। কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন তাঁরা।

তাঁরা জানিয়েছেন, গত এক বছরে নিয়োগের দাবি নিয়ে  একাধিবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার  নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। তখন তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল এপ্রিলের মধ্যে  নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ সংক্রান্ত উদ্যোগ নেওয়া হয়নি।তাই সোমবার ফের  নিয়োগের দাবি নিয়ে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক বেকার  যুবক যুবতীদের এক প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন। নির্বাচনের আগেই তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন তাঁরা।