ন্যাশনাল গার্লস হ্যান্ডবল রাজস্থানে, রাজ্যদল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।। জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় ত্রিপুরা দল অংশ নেবে। আগামী ১১ থেকে ১৫ জানুয়ারি রাজস্থানের দিলওয়ারাতে ৪৪তম জাতীয় জুনিয়র গার্লস হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাতে অংশ নিতে আজ সোমবার একদিনের সিলেকশন কাম ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরা হ্যান্ডবল এসোসিয়েশনের খেলোয়াড় নির্বাচক মন্ডলীর সুপারিশ ক্রমে সংস্থার ভাইস প্রেসিডেন্ট জবা পাল ১৬ সদস্য বিশিষ্ট রাজ্য দল ঘোষণা করেছেন। রাজ্য দলের নির্বাচিত খেলোয়াড়রা হলো অনুরূপা সূত্রধর, সায়ন্তিকা দাস, রেশমি সাহা, নাজমা ইসলাম, অবন্তিকা ভৌমিক, অর্পিতা মজুমদার, সহল্যা দেবনাথ, সুস্মিতা দেবনাথ, রিয়া রুদ্র পাল, খুশী দাস, দিয়া দাস, সানিয়া পারভিন, মাধবী দেবনাথ, সাগরিকা আচার্য, আলিশা পাল ও প্রিয়াঙ্কা গোয়ালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *