কালীটিলা জে বি সুকলের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷   খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব চাম্পামুড়া স্থিত কালিটিলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের  ছাত্র-ছাত্রীদের ব্যাগ ও শীতে পরিধেয় মোজা বিতরণ করা হয়৷ সোমবার স্থানিয় সমাজসেবী সুব্রত শর্মার উদ্যোগে এই সমস্ত সামগ্রী এদিন সুকলের ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়৷ ধারাবাহিক ভাবে দুঃস্থদের জন্য সহযোগিতা করে আসছেন এই  সমাজসেবী৷ আগামী ৩১ ডিসেম্বর আরো কিছু সামগ্রী বিতরণ করার পরিকল্পনা রয়েছে তার৷