নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ শ্রীকৃষ্ণ মিশন সুকলের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্র সংগঠনসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি উঠেছে৷ রাজধানীর আগরতলা সফরের শ্রীকৃষ্ণ মিশন সুকলের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত এবং অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজ্য পুলিশের মহানাদর্শকের কাছে ডেপুটেশন প্রদান করেছে ছাত্র সংগঠন এন এস ইউ আই৷ সংগঠনের এক প্রতিনিধি দল রবিবার যোগেন্দ্রনগরে মৃত ছাত্রের বাড়িতে গিয়ে পরিবার-পরিজনদের সাথে সাক্ষাৎ করে এবং তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেন৷ এন এস ইউ আই প্রদেশ সভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে প্রতিনিধি দলটি পরিবারের লোকজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই ঘটনায় সুকলের শিক্ষকরাই জড়িত৷ ছাত্র-ছাত্রীদের ওপর অত্যধিক চাপ এবং নির্যাতনের ফলেই এই অঘটন ঘটেছে বলেও তারা অভিমত ব্যক্ত করেন৷ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সুকলের একাংশ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের মুখ না খুলতে ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে বলেও অভিযোগ৷ এন এস ইউ আই প্রদেশ সভাপতি সম্রাট রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তারা জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শামিল হওয়ার পরামর্শ দিয়েছেন নেতৃবৃন্দ৷
2022-12-25