ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।। বিলোনিয়ায় ছোটদের ক্রিকেট বেশ জমজমাট পর্যায়ে। এখন সুপার লিগের খেলা চলছে। দুই মাঠে আজ, রবিবারও দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। একদিকে আমজাদ নগর স্কুল দলের জয়ের হ্যাট্রিক, অপরদিকে বিলোনিয়া বিদ্যাপীঠ আজ দ্বিতীয় জয় পেয়ে দ্বিতীয় শীর্ষে উঠে এসেছে। আমজাদ নগর গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় আমজাদ নগর স্কুল দল ১০৯ রানের বড় ব্যবধানে আর্যকলোনী স্কুল দলকে পরাজিত করেছে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে আমজাদ নগর স্কুল দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ২৭ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে আকাশ হোসেন সর্বাধিক ৫৯ সংগ্রহ করে দলকে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানোর পাশাপাশি ম্যান অব দ্যা ম্যাচের স্বীকৃতিও উপায়। এছাড়া, আশিকুর রহমান ২৫ রান পায়। আর্য কলোনির দীপ্ত নীল সাহা ৩৩ রানের চারটি এবং তৃষাণু দত্ত ২৬ রানে তিনটি উইকেট পায়। জবাবে ব্যাট করতে নেমে আর্য কলোনি ১৭ ওভার এক বল খেলে ৩৯ রানেই ইনিংস গুটিয়ে নেয়। নর্থ বিলোনিয়া গ্রাউন্ডে সুপার লিগের অপর খেলায় বিলোনিয়া বিদ্যাপীঠ ২৫ রানের ব্যবধানে বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলকে পরাজিত করেছে। টস জিতে বিলোনিয়া বিদ্যাপীঠ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৩৬ ওভার ১ বল খেলে ১০৫ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে অর্কজিৎ দত্ত সর্বাধিক ২৫ রান পায়। গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের দীপ্তনু পাল ও সায়ন ঘোষ তিনটি করে উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে বিলোনিয়া গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ২৬ ওভার ২ বল খেলে ৮০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিলোনিয়া বিদ্যাপীঠের বোলার দীপ্তনু পাল ১১ রানে চারটি এবং সুরজিৎ মগ ও দেবজিৎ ভৌমিক দুটি করে উইকেট পেয়েছে। বিলোনিয়া বিদ্যাপীঠ ২৫ রানের ব্যবধানে সুপার লিগে দ্বিতীয় জয় হাসিল করে নিয়েছে।
2022-12-25