নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ আস্তাবলের ঘটনায় আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী৷ শুক্রবার রাতে আস্তাবল ময়দানের একটি অনুষ্ঠানের শেষদিকে সাংবাদিকদের জন্য নির্ধারিত অস্থায়ী প্রেস গ্যালারি ভেঙ্গে পড়ায় অল্পবিস্তর আহত হয়েছেন কয়েকজন সংবাদকর্মী৷ আহতদের মধ্যে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংবাদকর্মী সুশীলা দেববর্মা৷ শনিবার হাসপাতালে গিয়ে এই আহত সংবাদকর্মীর চিকিৎসার বিষয়ে যাবতীয় খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা৷ পাশাপাশি, চিকিৎসা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি৷ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে, মুখ্যমন্ত্রী জানান সুশীলার আঘাত তেমন সিরিয়াস না হলেও তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা৷ আশা করা হচ্ছে খুব শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তিনি৷ এই ঘটনায় আহত হওয়া সকল সংবাদ কর্মীর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি৷
2022-12-24