দিল্লিতে পৌঁছতেই আরও উজ্জীবিত ভারত জোড়ো যাত্রা, অংশ নিলেন সোনিয়া ও প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লি পৌঁছনোর পর আরও উজ্জীবিত হয়ে উঠল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। শনিবার ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ভডরাও। মা সোনিয়া গান্ধীর সঙ্গে অনেকটা সময় মনের কথা বলেছেন রাহুল গান্ধী। এদিন রাহুল গান্ধীর মুখে মাস্ক দেখা না গেলেও, সোনিয়ার মুখে মাস্ক ছিল।

দেশের বিভিন্ন রাজ্য ঘুরে এবার রাজধানীতে এসে পৌঁছেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। শনিবার ভোরে হরিয়ানার ফরিদাবাদের এনএইচপিসি মেট্রো স্টেশন থেকে শুরু হয় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। প্রবল শীতকে উপেক্ষা করেই রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রায় পা মেলান কংগ্রেসের নেতা ও কর্মীরা। ফরিদাবাদ থেকেই দিল্লিতে প্রবেশ করে ভারত জোড়ো যাত্রা।

এদিকে, ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস কোভিড প্রোটোকল মানছে না বলে ফের অভিযোগ করল বিজেপি। শনিবার বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “চিন, কোরিয়া এবং জাপানে কোভিড সংক্ৰমণ বাড়ছে, কিন্তু কংগ্রেস শুধুমাত্র একটি পরিবারকে নিয়ে চিন্তিত। কোভিড প্রোটোকল অনুসরণ করার সময় এসেছে। আমি রাহুল গান্ধীর কাছে জানতে চাই, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর সংস্পর্শে আসার পর তিনি অথবা অন্য কোনও নেতা কী পরীক্ষা করিয়েছিলেন, নিভৃতবাসে ছিলেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *