চিন ও জাপান-সহ ৫টি দেশ থেকে আগত যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): চিন ও জাপান-সহ ৫টি দেশ থেকে আগত যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বাকি দেশগুলি হল-দক্ষিণ কোরিয়া, হংকং ও থাইল্যান্ড। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্যান্ড থেকে আন্তর্জাতিক আগমনকারীদের জন্য আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক।”

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া আরও বলেছেন, “যদি এই দেশগুলি থেকে আসা কোনও যাত্রীর মধ্যে লক্ষণ দেখা যায় অথবা কোভিড-১৯-এর জন্য টেস্ট পজিটিভ পাওয়া যায়, তবে তাঁকে কোয়ারেন্টাইনে রাখা হবে।” এদিকে, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্যান্ড থেকে আগত আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে স্বাস্থ্যের বর্তমান অবস্থা ঘোষণা করতে এয়ার সুবিধা ফর্ম পূরণ করা বাধ্যতামূলক করা হচ্ছে।