জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের রোমাঞ্চকর প্রীতি ক্রিকেট ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর।।সাংবাদিক ক্রিকেটারদের বিজয়রথ ফের একবার থামানো হলো। এবারও সাফল্য পেয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক-এর ক্রিকেট টিম। প্রাকৃতিক বনায়নের সবুজে ঘেরা মাঠ ভোলাগিরি গ্রাউন্ডে উত্তেজনাপূর্ণ টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচ ছিল সত্যিই উপভোগ্যকর। বেশ কটি ম্যাচে বিজয়ের রথে চেপে এগোনোর পর গ্রামীণ ব্যাংকের কাছে হেরে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবকে রানার্স ট্রফিতে সন্তুষ্ট থাকতে হচ্ছে। পক্ষান্তরে শেষ বলে, ২ উইকেটে দুর্দান্ত জয় উপভোগ করেছে টিম ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। বেলা সাড়ে দশটায় ম্যাচ শুরুতে টস জিতে জেআরসি-র অধিনায়ক অভিষেক দে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে বাপন দাসের ৬৪ রান উল্লেখযোগ্য। বাপন সেরা ব্যাটসম্যানের পুরস্কারও পায়। সুব্রত দেবনাথ, দিব্যেন্দু দে, মেঘধন দেব, মিল্টন ধর, বিশ্বজিৎ দেবনাথ, অভিষেক দেববর্মার ব্যাটে আরও কিছুটা রান যোগ হলে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানো যেতো। টিম টিজিবি-র সুমন চৌহান, সুপ্রভ ভৌমিক, সুকান্ত ভৌমিক দুটি করে উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে টিম টিজিবি রোমাঞ্চকর ভাবে অন্তিম বলে ৮ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সুকান্ত ভৌমিক সর্বাধিক অপরাজিত ভূমিকায় ৪৫ রান সংগ্রহ করে দলকে জয়ী করার পাশাপাশি ম্যান অব দ্যা ম্যাচের ট্রফিও জিতে নেয়। জেআরসি-র বোলার অভিষেক দে, প্রসেনজিৎ সাহা ও জাকির হোসেন দুটি করে এবং অনির্বাণ দেব একটি উইকেট পেয়েছে। প্রসেনজিৎ পেয়েছে সেরা বোলারের পুরস্কার। উল্লেখ্য, খেলা শেষে মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিশেষ করে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার (আইটি) তড়িৎলাল চক্রবর্তী, বিজয় রায়, জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ, সচিব অভিষেক দে প্রমূখ খেলোয়াড়দের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি সরযূ চক্রবর্তীও দীর্ঘক্ষণ মাঠে থেকে ম্যাচ উপভোগ করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন আম্পায়ার সুকান্ত সাহা ও সাগর সরকার। দুই দলের অধিনায়ক অভিষেক দে এবং শুভ্রদীপ ভৌমিক আগামী দিনেও এ ধরনের ম্যাচ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।