কংগ্রেসের মদতে বিগত পঁচিশ বছর ক্ষমতায় ছিল সিপিএম ঃ রাজীব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৪ ডিসেম্বর৷৷ আসন্ন নির্বাচনকে সামনে রেখে শাসকদল বিজেপি দলীয় কর্মীদের উজ্জ্বীবিত করতে ও নিজেদের ক্ষমতার জানান দিতে শনিবার বিকাল তিনটায় বিশালগড় মন্ডল অন্তর্গত লকডাউন বাজারে বিশালগড় মন্ডল তপশিলি জাতি মোর্চার উদ্যোগে এক জনসভার আয়োজন করে৷ উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ তপশিলি জাতি মোর্চার সভাপতি টুটন দাস,সিপাহীজলা জেলা উত্তরের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক,বিশালগড় মন্ডলের মন্ডল সভাপতি সুশান্ত দেব সহ বিশালগড় মন্ডলের তপশিলি জাতি মোর্চার সভাপতি উষা রঞ্জন দাস৷ এছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় মন্ডলের অন্তর্গত তপশিলি জাতি মোর্চার জেলা,মন্ডল ও বুথ স্তরের সমস্ত কার্যকর্তাগণ৷জনসভায় বত্তৃণতা দিতে গিয়ে প্রদেশ সভাপতি বলেন কংগ্রেসের মদতে বিগত পঁচিশ বছর ক্ষমতায় ছিল সিপিএম৷ কংগ্রেস শুধু আইয়া পরতাছি বলে কর্মীদের মাঠে নামিয়ে দিত৷ কিন্তু নির্বাচনের গণণা শুরু হতেই কংগ্রেসের নেতারা সুইচ অফ করে অন্তরালে চলে যেতেন৷ কারন দিল্লিতে আগেই চুক্তি করে রাখতেন৷ এ রাজ্যটাকে উপহার হিসেবে সিপিএমকে দিয়ে দিতেন৷ এতে সাধারণ কংগ্রেস কর্মীরা ক্যাডারদের হাতে আক্রমনের শিকার হতেন৷ এখন আবার এই দুই অশুভ শক্তি বিজেপি সরকারের উন্নয়নকে স্তব্ধ করতে উঠে পড়ে লেগেছেন৷ রাজ্যের মানুষ এদের নেতৃত্বে বিগত দিনের কার্যকলাপ দেখেছেন৷ এর যোগ্য জবাব দেবেন৷ অপরদিকে বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব বলেন এই সরকারের বিগত সাড়ে চার বছরের কার্যকালে দুই বছর কেটে যায় করোনা মহামারীতে৷এই করোনা মহামারীতে দেশের জনগণকে বাঁচাতে এই সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহন করেছে৷ কিন্তু বিশালগড় এলাকার বিধায়ক ভানু বাবুকে দেখা যায়নি৷এই সময়ে মানুষের পাশে দাঁড়াতে৷ উনার কি বিধায়ক হিসেবে নিজ এলাকার মানুষের খোঁজ খবর নেওয়ার দরকার ছিল না৷ ভারতীয় জনতা পার্টির সরকার ছিল বলে দেশ তথা আমাদের রাজ্য আজ সুরক্ষিত আছে৷ দেশের প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার মাধ্যমে সাধারণ মানুষের জন্য ফ্রি চালের ব্যবস্থা করে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *