মৌমাছির আক্রমণে গুরুতর আহত এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ কাজ সেরে সিধাই মোহনপুর নিজ বাড়ি ফেরার পথে খয়েরপুর মেঘলি পাড়া চা বাগান এলাকায় মৌমাছির আক্রমণে গুরুতর আহত হন অভিজিৎ তাঁতি নামে ৩০ বছর বয়সী এক যুবক৷ পরে আহত যুবক ফোনের মাধ্যমে তার বাবাকে বিষয়টি জানান৷ এরই মধ্যে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দমকল কর্মীদের খবর দেন৷ দমকলের কর্মীরা তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক৷ সে জানে মধু পোকা তাকে কামড়ানোর পর সে অসুস্থ হয়ে পড়ে৷