দিল্লিতে সন্তোষ ট্রফি ফুটবলে দিল্লিকে রুখে দিলো ত্রিপুরা

ত্রিপুরা-‌০

  দিল্লি-‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর।।শক্তিশালী দিল্লিকে রুখে দিলো ত্রিপুরা। গোলরক্ষক সন্দীপ রাই এর চওড়া হাত ধরে। দিল্লিতে অনুষ্ঠিত ৭৬ তম হিরো সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতায়। আম্বেদকর স্টেডিযামে শুক্রবার আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দিল্লির মুখোমুখি হয় ত্রিপুরা। ধারে এবং ভারে ত্রিপুরা থেকে স্বাগতিক দল কিছুটা এগিয়ে থাকলেও শেষ মিনিট পর্যন্ত লড়াই করার মানসিকতা রাজ্যদলকে পয়েন্ট এনে দিতে মূখ্য ভূমিকা নেয়। এদিন তিন কাঠির নীচে অপ্রতিরোধ্য ছিলেন শিলিগুড়ি থেকে আসা ত্রিপুরার গোলরক্ষক সন্দীপ রাই। কমকরে তিনটি অবধারিত গোল রুখে দিয়ে গোটা দলের অক্সিজেন বাড়ান। যা আসরের প্রথম ম্যাচে ত্রিপুরাকে পযেন্ট এনে দিতে সাহায্য করেন। খেলা শেষে দিল্লি থেকে টেলিফোনে ত্রিপুরার কোচ ডি কে প্রধান বলেন,”বিপক্ষ দল আমাদের থেকে বেশী শক্তিশালী ছিলো। তারপরও আমাদের ছেলেরা নিজেদের সাধ্য অনুযায়ি দুরন্ত ফুটবল খেলেছে। বিশেষ করে গোলরক্ষক। এছাড়া রক্ষণভাগের ফুটবলাররাও যথেষ্ট ভালো খেলেছে। এদিনের পয়েন্ট পরের ম্যাচের আগে ছেলেদের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে”। এদিন ত্রিপুরার হয়ে রক্ষণভাগ সামলিয়েছেন রাহুল, সমরজিৎ, সুস্থহরি এবং কবীর। দলের সহকারি কোচ নারায়ন দেবনাথ বলেন,”গোটা দলই ভালো খেলেছে। যার জন্য মোক্ষম ১ পয়েন্ট পেলাম আমরা”। ২৫ ডিসেম্বর ত্রিপুরার দ্বিতীয় প্রতিপক্ষ গুজরাট