ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর।।প্রথম ইনিংলে লিড নিয়েও হারলো ত্রিপুরা। শুধুমাত্র ব্যাটিং বিপর্যয়ে। দ্বিতীয় ইনিংসে ত্রিপুরার কোনও ব্যাটসম্যানই ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেননি। ফলে ২২০ রানের বড় ব্যবধানে হারতে হলো ত্রিপুরাকে। নাগপুরের সিভিল লাইন্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিদর্ভের গড়া ২৬৪ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে ২৯৯ রান করেছিলো। ৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয ইনিংসে ব্যাট করতে নেমে স্বাগতিক দল ৮ উইকেটে ৩৭৯ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। ৩৪৫ রানের লক্ষ্যমাত্র নিয়ে খেলতে নেমে ত্রিপুরা ১২৪ রান করতে সক্ষম হয়। ২৭-৩০ ডিসেম্বর ত্রিপুরার তৃতীয় প্রতিপক্ষ শক্তিশালী পাঞ্জাব। শেষ দিনে জয়ের জন্য ত্রিপুরার লক্ষ্য ছিলো ৩৪৫ রান। আর পরাজয় রুখে ইনিংস অমিমাংশিতভাবে শেষ করতে হলে দরকার ছিলো ৯০ ওভার ব্যাট করা। ইকন্তু ত্রিপুরার কোনও ব্যাটসম্যানই উইকেটে টিকে থাকার মানসিকতা দেখাতে পারেননি এদিন। বিদর্ভের বোলার সাড়াসি আক্রমণের মুখে কার্যত ২২ গজে লুটিয়ে পড়েন ঋদ্ধিমান-রা। ৫১.২ ওভার ব্যাট করার ফঁাকে ১০ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান করতে সক্ষম হয় ত্রিপুরার ব্যাটসম্যান-রা। রাজ্যদলের পক্ষে দলনায়ক ঋদ্ধিমান সাহা ৬৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭, পারভেজ সুলতান ৪১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ (অপ:), অজয় সরকার ১২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮, দীপক ক্ষত্রী ৪৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬, শ্রীদাম পাল ২৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং সুদীপ চ্যাটার্জি ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। বিদর্ভের পক্ষে এ ওয়াকর (৪/৫০), এ সারভাটে (৩/৪৫) এবং আর গুরবানি (২/১৪) সফল বোলার। মরশুমে ২ ম্যাচ খেলে ত্রিপুরা সংগ্রহে ৩ পয়েন্ট।
2022-12-23

