ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর।। শেষ ম্যাচে দুর্দান্ত খেলেছে ত্রিপুরার ছেলেরা। আর দুটো উইকেটের দখল নিতে পারলে ওড়িশাকে সরাসরি হারিয়ে পুরো ছয় পয়েন্ট সংগ্রহ করতে পারতো। দ্বিতীয় ইনিংসে ত্রিপুরার ছেলেরা অপ্রত্যাশিত ব্যাটিং উপহার দিয়ে অবাক করে দিয়েছে। ইনিংস পরাজয়ের প্রহর গুনার ফাঁকে ত্রিপুরার আয়ুশের অনবদ্য শতক পাল্টা উড়িষ্যা কে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। শেষ পর্যন্ত উড়িষ্যার টৈল এন্ডার ব্যাটার্স কুবের সাহু টিকে থেকে উইকেট আকড়ে পড়ে থাকলে পরাজয়ের হাত থেকে উড়িষ্যা রক্ষা পায়। উল্লেখ্য প্রথম ইনিংসে ত্রিপুরার ১৪১ রানের জবাবে উড়িষ্যা ২৬৬ রান সংগ্রহ করেছিল। দ্বিতীয় ইনিংসে ত্রিপুরার প্রায় প্রত্যেকেই ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিলে পরাজয়ের মুখে পড়ে ত্রিপুরা। এমতাবস্থায় আয়ুষ দেবনাথ এর ব্যাটিং দলকে ইনিংস পরাজয়ের ফারা কাটিয়ে শেষ পর্যন্ত ২৫৪ রানে ইনিংস শেষ করে। এবার জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে উড়িষ্যা দ্রুত উইকেট হারিয়ে পরাজয়ের উপক্রম ঘটে। শেষ পর্যন্ত দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৮ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করলে ম্যাচ অনিমাংসিত অবস্থায় শেষ হয়। তবে প্রথম ইংলিশে লিড নেওয়ার সুবাদে উড়িষ্যা ৩ পয়েন্ট পেয়েছে।পক্ষান্তরে ত্রিপুরার পকেটে এসেছে এক পয়েন্ট। উল্লেখ্য ত্রিপুরা গ্রুপ লীগে পাঁচ ম্যাচে একটিতে জয় ও একটিতে ড্র-তে শেষ করলে ৮ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে অবস্থান করে এবারের মতো অভিযান শেষ করেছে।