সময়ের আগেই সমাপ্ত হচ্ছে শীতকালীন অধিবেশন, শুক্রবারই অন্তিম দিন

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): নির্দিষ্ট সময়ের আগেই ৬ দিন আগেই শেষ হয়ে যাচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ২৩ ডিসেম্বর, শুক্রবারই সংসদের শীতকালীন অধিবেশনের অন্তিম দিন। বৃহস্পতিবার লোকসভায় জিরো আওয়ার চলাকালীন, বিরোধী সদস্যরা যখন ভারত-চিন সীমান্ত ইস্যুতে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি বলেছেন, ব্যবসায়িক উপদেষ্টা কমিটি শুক্রবার হাউস স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, কিছু বিলের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এখনও বাকি। তিনি বিরোধী সদস্যদের কাছে সদনে শান্তি বজায় রাখার অনুরোধ জানান।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল সংসদের শীতকালীন অধিবেশন, শেষ হওয়ার কথা ছিল আগামী ২৯ ডিসেম্বর। কিন্তু, এক সপ্তাহ আগে অর্থাৎ ২৩ ডিসেম্বর সমাপ্ত হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *