নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): সরকারি নিয়ম লঙ্ঘন ও অশান্তির সৃষ্টির জন্য দায়ী এমন ইউটিউব চ্যানেল, অ্যাপ, ওয়েবসাইট ও মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংসদে জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।
এদিন রাজ্যসভায় জিরো আওয়ার চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, ১০৪টি ইউটিউব চ্যানেল, ৪৫টি পৃথক ভিডিও, চারটি ফেসবুক, তিনটি ইনস্টাগ্রাম, তিনটি টুইটার অ্যাকাউন্ট, তিনটি পডকাস্ট, দু’টি অ্যাপ এবং ৬টি ওয়েবসাইটের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি নিয়মে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি সদনকে আশ্বস্ত করেছেন, সরকার ভবিষ্যতেও এই ধরনের প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।